চেয়ারম্যানের নির্দেশে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে মোছা হল শব্দ

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের রাজ্যসভায় দেওয়া ভাষণ থেকে একটি শব্দ বাদ দেওয়া হল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে ভাষণ  থেকে মুছে ফেলা হল একটি শব্দ| জাতীয় জনসংখ্যাপঞ্জী  নিয়ে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যবহৃত একটি শব্দ মোছা হল। সভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর নির্দেশে কংগ্রেসের গুলাম নবি আজাদের করা একটি মন্তব্যও মুছে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সূচনায় সংসদের দুই কক্ষের যৌথ সিটিংয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের জন্য ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রীর জবাবি বক্তৃতার একটি শব্দ বাদ দেওয়া হল । রাজ্যসভা সচিবালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যসভার ৬ ফেব্রুয়ারির সন্ধ্যা ৬টা ২০ থেকে ৬টা ৩০ এর মধ্যে অধিবেশনের কিছুটা অংশ সভার কার্যবিবরণী থেকে ছেঁটে দেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।

গতকাল প্রধানমন্ত্রীর ভাষণের পর রাজ্যসভার বিরোধী দলনেতা তথা শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের বক্তৃতার একটি শব্দও বাদ দেওয়ার নির্দেশ দেন নাইডু।

সংসদের উচ্চকক্ষের গোটা দিনের অধিবেশন পর্ব খতিয়ে দেখে কোনও বিশেষ অংশ আপত্তিকর, নিয়মসঙ্গত নয় দেখলেই নিয়মিত সভার রেকর্ড থেকে বাদ দিতে বলেন চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *