এডিসি নির্বাচনের মুখে পাহাড়ে দল বদলের হিড়িক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ও শান্তিরবাজার, ২৮ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দল বদল অব্যাহত রয়েছে৷ শাসক শরিক দল আইপিএফটি সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷ তাদের আহ্বানে সাড়া দিয়ে তেলিয়ামুড়া ও শান্তিরবাজারে দুটি পৃথক সভায় বেশ কিছু সংখ্যক লোকজন আইপিএফটি দলে আনুষ্ঠানিক দলে যোগ দিয়েছেন৷ তাদেরকে দলের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন আইপিএফটির সভাপতি রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা এবং আইপিএফটির সম্পাদক তথা রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷


দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিরবাজার মহকুমার পতিছড়ি ড্রপগেইট এলাকায় মঙ্গলবার আইপিএফটির এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি রাজ্যের রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, আইপিএফটির ভাইস চেয়ারম্যান শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, মানিক রিয়াং, বলেন্দ্র রিয়াং ও অন্যান্য নেতৃবৃন্দ৷ সভায় বিজেপির শান্তিরবাজার মণ্ডলের প্রাক্তন সহ সম্পাদক বিত্তরাম রিয়াং-এর নেতৃত্বে ৭৩ জন কর্মী আনুষ্ঠানিকভাবে আইপিএফটি দলে যোগদান করেন৷ দলত্যাগীদের হাতে পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটির সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা বলেন, আসন্ন এডিসি নির্বাচনে সবক’টি আসনে আইপিএফটি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যেই নতুন নতুন মানুষ জন দলের পতাকা তলে শামিল হচ্ছেন৷ এখনও যারা দলে শামিল হননি তাদেরকেও শামিল হওয়ার জন্য সাদর আহ্বান জানিয়েছেন দলের সভাপতি৷


তেলিয়ামুড়ার চাকমাঘাটে মঙ্গলবার আইপিএফটির অপর এক সভায় বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে ৫৩৬ পরিবারের ৩৩০০ ভোটার আইপিএফটি দলে যোগদান করেছেন৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএফটি রাজ্য সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক সিন্ধুচরণ জমাতিয়া, আইপিএফটির জেলা সম্পাদক সুনীল দেববর্মা, দলের সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা প্রমুখ৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন সংগঠনের রাজ্য সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মেবার কুমার জমাতিয়া বলেন, আইপিএফটি দল ক্রমশ শক্তিশালী হচ্ছে৷ আসন্ন এডিসি নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ নবাগতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশপাশি অন্যান্যদেরকেও দলের পতাকা তলে শামি হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷


এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যত্র স্থানেও আইপিএফটি এ ধরনের সভা সমাবেশ সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ দলকে শক্তিশালী করতেই এ ধরনের উদ্যোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *