পোলিও টিকা ও প্রতিষেধক খেয়ে মৃত্যু ৩ মাসের শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ পোলিও টিকা ও প্রতিষেধক খেয়ে মারা গেল তিন মাসের এক শিশু৷ ঘটনাটি ঘটেছে আসাম ত্রিপুরা সীমান্তের বাজারিছড়া থানাধীন কুকিতল জিপির বড়পুতনি গ্রামে৷ জানা গেছে গতকাল স্থানীয় ৯৩১ নং জঙ্গলি বস্তি এলপি সুকলে পোলিও টিকা ও প্রতিষেধক ফোটা খাওয়া হয়৷


সেই সুকলে নিয়ে মাত্র তিনমাসের শিশু সঞ্জু ভূমিজকেও ইনজেকশন ও পোলিও ফোটা খাওয়ানো হয়৷ রাতে ওই শিশুটি বমি শুরু করে৷ তারপর শিশুটি মারা যায়৷ খবর পেয়ে সেখানে ছুটে যায় বাজারিছড়া থানা ও কাঁঠালতলি পুলিশ৷ ঘটনাস্থলে ছুটে যান পাথারকান্দি সার্কেল অফিসার এল খিংতে৷

পুলিশ মৃত শিশুটিকে ময়না তদন্তের জন্য করিমগঞ্জে প্রেরণ করে৷ এদিকে আরেকটি শিশু পোলিও খেয়ে অসুস্থ পড়েছে বলে খবর পাওয়া গেছে৷ এবং সেই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পোলিও শোধন করে শিশু মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে আতঙ্ক৷ অবিলম্বে এই মৃত্যুর বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *