নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ওই দিন দিল্লির রাস্তায় নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে এমনই বিতর্কিত টুইট করেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। বিতর্কিত এই টুইটের জন্য বেজায় অস্বস্তিতে পড়লেন কপিল মিশ্র। কপিল মিশ্রর টুইটের প্রেক্ষিতে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
২৩ জানুয়ারি, বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে বিজেপি নেতা কপিল মিশ্র লিখেছিলেন, ‘…৮ ফেব্রুয়ারি দিল্লির রাস্তায় ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।’ ঘটনাচক্রে ওই দিনই দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বিতর্কিত এই টুইটের প্রেক্ষিতেই দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে ভারতের নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে শুক্রবার কপিল মিশ্র জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের কাছ থেকে নোটিশ পেয়েছি। ভুল মন্তব্য করেছি বলে আমি মনে করি না। সত্যি কথা বলা এদেশে অপরাধ নয়। আমি সত্যি কথাই বলেছি।