কাশ্মীরে নাক গলাতে চায় আমেরিকা, ইচ্ছাপ্রকাশ ট্রাম্পের

দাভোস(সুইত্‍‌জারল্যান্ড), ২২ জানুয়ারি (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা কাশ্মীর সমস্যা নিয়ে ফের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার  সুইত্‍‌জারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেণ্ট। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি পাকিস্তান প্রধানমন্ত্রীকে ‘খুব ভাল বন্ধু’ হিসেবে অবিহিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, কাশ্মীর সমস্যা,  ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়গুলি বৈঠকে উঠে এসেছে। সমস্যার সমাধানে সাহায্য  করতে প্রস্তুত আমেরিকা। খুব কাছ থেকে গোটা বিষয়ের উপর নজর রাখা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টি বৈঠকে উঠে এসেছে। অন্যদিকে, বৈঠক চলাকালীন কাশ্মীর সমস্যাকে বড় সমস্যা বলে চিহ্নিত করেছেন ইমরান খান। আমেরিকার ইচ্ছা প্রকাশকে স্বাগত জানিয়েছেন তিনি । 

উল্লেখ করা যেতে পারে, এর আগেও কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে তাঁর সাহাজ্য চেয়েছিলেন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারত। এহেন পরিস্থিতিতে ফের কাশ্মীর প্রসঙ্গ তুলে নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছেন তিনি। কারণ ভারত বরাবর কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না বলে জানিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *