ত্রিপুরা : বাঙালি উদ্বাস্তুদের জন্য ব্রু শরণার্থীদের মতো প্যাকেজ চেয়েছে নাগরিক সুরক্ষা মঞ্চ

আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : ব্রু শরণার্থীদের মতোই কাঞ্চনপুরে অবস্থানরত বাঙালি উদ্বাস্তুদের প্যাকেজ দাবি করেছে নাগরিক সুরক্ষা মঞ্চ। শনিবার সাংবাদিক সম্মেলনে মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ বলেন, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় আশ্রয় দিতে গিয়ে বিভিন্ন সময়ে ৬২২টি বাঙালি পরিবার উদ্বাস্তু হয়েছে। তাদেরকেও ব্রু-দের মতোই প্যাকেজ দিতে হবে।

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের বদলে ত্রিপুরায় পুনর্বাসনের বন্দোবস্ত করেছে। সাথে তাদের জীবন-জীবিকার জন্য প্যাকেজও ঘোষণা করেছে। শুধু তা-ই নয়, ত্রিপুরা সরকারকে তাদের জমির বন্দোবস্ত করার জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ফলে কাঞ্চনপুরে বিভিন্ন সময়ে উদ্বাস্তু পরিবারগুলির একই ধরনের সহায়তা প্রাপ্তির অধিকার রয়েছে।

তাঁর কথায়, ওই উদ্বাস্তু পরিবারগুলি ভিটেমাটি ছাড়া হয়েছেন। সম্প্রতি বনধ-এ ৯০টি বাঙালি পরিবার হিংসার শিকার হয়েছিলেন। তাঁরা আনন্দবাজার থানায় আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, তাঁদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। এদিকে, কাঞ্চনপুরে দাঙ্গা ছড়ানো হচ্ছে বলে নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই অভিযোগ খণ্ডন করে রঞ্জিতবাবু বলেন, নাগরিক সুরক্ষা মঞ্চ জাতি-উপজাতি উভয় অংশের জন্যই গঠন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বিনষ্টের জন্য নয়। তাঁর দাবি, ত্রিপুরায় শান্তি বজায় থাকুক, চাইছে নাগরিক মঞ্চ।