নাগপুর, ১৮ জানুয়ারি (হি.স.): রেললাইন পারাপার করার সময় বড়সড় বিপত্তি! মহারাষ্ট্রের নাগপুর ডিভিশনে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৩ জন শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাগপুর ডিভিশনের বোতিবুরি-উমরেদ শাখায়। রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রেললাইন পারাপার করছিলেন ৩ জন। আচমকাই ছুটে আসে একটি মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় রেললাইনের ধারে ছিটকে পড়ে যান ৩ জন। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতরা পেশায় নির্মাণ শ্রমিক। তাঁদের বাড়ি মধ্যপ্রদেশের শিওনি জেলায়। নাগপুর রাষ্ট্রীয় বিধি বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজের জন্য এখানে এসেছিলেন তাঁরা। রেল পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় সব্জি বাজারে যাচ্ছিলেন ওই ৩ জন শ্রমিক। রেললাইন পারাপারের সময় মালগাড়ির ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়। মৃতদের নাম হল-কমলেশ গোদনলাল (২০), শারদা শেখলাল সয়াম (১৯) এবং যোগেশ উইকে (৩০)।