অমৃতসর, ১৭ জানুয়ারি (হি.স.) : কেরলের পর পঞ্জাব বিধানসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধিত আইন বিরোধী প্রস্তাব।
শুক্রবার কংগ্রেস শাসিত পঞ্জাব সরকারের পক্ষে রাজ্য বিধানসভায় প্রস্তাব পেশ করেন মন্ত্রী ব্রহ্ম মহিন্দ্রা। প্রস্তাব পেশের সময় তিনি বলেন, সংসদে আইনে পরিণত হওয়া সিএএ দেশজুড়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। এই আইনের বিরুদ্ধে গোটা দেশে বিক্ষোভ সংগঠিত হয়েছে। পঞ্জাবেও এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন হয়েছে। বিভাজন তৈরি করা এই আইন সংবিধান বিরোধী। ভাষাগত এবং সংস্কৃতিগত ভাবে সমাজের কিছু অংশের মানুষকে বিপন্ন করে তুলবে এই আইন। পাশাপাশি ধর্মীয় দ্বিচারিতায় পূর্ণ এই আইন উদ্বাস্তুদের ধর্মের নামে বিভাজন তৈরি করবে। ভারতের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী।
উল্লেখ করা যেতে পারে কেরলে পর পঞ্জাব দ্বিতীয় রাজ্য হিসেবে সিএএ বিরুদ্ধে পাশ করাল।সংসদের উভয়কক্ষে পাশ হওয়ার আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা এই আইনে বলা হয়েছে।