সিএএ নিয়ে রাহুলকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেস দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা। দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে চলেছে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানী দিল্লিতে ভারতীয় বৌদ্ধ সঙ্ঘের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, ভোটব্যাঙ্কের রাজনীতিই হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীদের প্রাথমিক লক্ষ্য। সিএএ বিরোধী আন্দোলন করে দেশ দুর্বল করে দিতে চাইছে বিরোধী দলগুলি। দেশভাগের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে দোষারোপ করে তিনি বলেন, ধর্মের নামে দেশকে ভাগ করেছিল কংগ্রেস। হিংসা এবং অসহিষ্ণতা সেই সময় বেড়ে গিয়েছিল। সেই সময় জওহরলাল নেহেরু বলেছিলেন পাকিস্তানে যারা ভাল নেই তাদের দেখভাল করবে ভারত। ১৯৫০ সালে নেহেরু-লিয়াকত চুক্তি ভারত পালন করলেও পাকিস্তান তা মেনে নেয়নি। পাকিস্তানে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিষ্টান ২৩ শতাংশ থেকে কমে দাঁড়ায় মাত্র ৩ শতাংশে। বাংলাদেশে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে। ওয়াশিটন পোস্ট ও রয়েটার্সের হিসেব অনুযায়ী আফগানিস্তানে যেখানে ৫০ হাজার শিখ পরিবার ছিল এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র দুই হাজার। এই তিন দেশ থেকে বহু অমুসলমান উদ্বাস্তু ভারতে আশ্রয় নিয়েছে।

সিএএ নিয়ের রাহুলকে চ্যালেঞ্জ জানিয়ে নাড্ডার দাবি ‘সিএএ নিয়ে রাহুল গান্ধী ১০টি লাইনও বলতে পারবেন না। আইনটি সম্পর্কে কোনও কিছু না জেনে, তিনি এর বিরোধিতা করে চলেছেন। দেশের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *