আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : আগামী শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরায় সমস্ত সরকারি কলেজে অনলাইন হবে ভরতি প্রক্রিয়া। সে মোতাবেক বেসরকারি আইটি সংস্থার সাথে মউ স্বাক্ষরিত হবে।
ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সরকারি কলেজগুলিতে ভরতি প্রক্রিয়া অনলাইনে করার চেষ্টা চলছে। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছিল না। গত বছর পরীক্ষামূলকভাবে অনলাইনে এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। অবশেষে আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি কলেজে ভরতি প্রক্রিয়া অনলাইনে করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বেসরকারি আইটি সংস্থা কলেজের ভরতি প্রক্রিয়া অনলাইনে করার যাবতীয় সমস্ত দায়িত্ব পালন করবে। তার জন্য তারা প্রতি ছাত্রপিছু ২৭ টাকা করে পাবে। সেই মর্মে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। তাঁর দাবি, ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে অনলাইনে হবে ভরতি প্রক্রিয়া।
তাঁর আরও দাবি, ভরতি প্রক্রিয়া অনলাইনে হলে অনেক জটিলতার আবাসন হবে। ছাত্রছাত্রীদের পছন্দ মতো কলেজ বাছাইয়ে পারদর্শিতা থাকবে। তিনি বলেন, ক্যাম্পাস ইএআই (এয়াই) ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটি অনলাইনে ভরতি প্রক্রিয়ার প্রযুক্তিগত সহায়তা দেবে। তাদের সাথেই মউ স্বাক্ষরিত হবে। তাঁর কথায়, সংস্থাটির আইআইএম আহমেদাবাদ, বারাণসী বিশ্ববিদ্যালয় এবং নিউ মেক্সিকো স্টেট ইউনিভারসিটি ও অকল্যান্ড ইউনিভারসিটি-সহ বিভিন্ন নামি কলেজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।