নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : এবার সিএএ নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন | সিএএ নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে বৃহস্পতিবার দুটি নতুন পিটিশন দিল ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল)।
সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)কে অসাংবিধানিক আখ্যা দিয়ে আগেই সুপ্রিম কোর্টে বিরোধিতা করেছে কেরল ভিত্তিক সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল)।এবার সিএএ নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করে আইইউএমএল|বৃহস্পতিবার দুটি নতুন পিটিশন দিয়ে শীর্ষ আদালতে তাদের আবেদন, কেন্দ্রের কাছে জানতে চাওয়া হোক, দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির প্রক্রিয়া চালানো হবে কিনা। পাশাপাশি এদিন তারা জানায়, “প্রথমে সিএএ-কে আমরা চ্যালেঞ্জ জানিয়ে প্রকল্পটি স্থির রাখার দাবি তুলেছি।” সিএএ সংক্রান্ত আবেদনের শুনানি হবে ২২ জানুয়ারি।
উত্তরপ্রদেশের ৪০,০০০ অমুসলিম অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তুতি চলছে। এমন একটি সময়েই আইনটির সাংবিধানিক বৈধতা সম্পর্কে শুনানি না হওয়া পর্যন্ত এ বিষয়ে স্থগিতাদেশ চেয়েছে আইইউএমএল।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি থেকেই কার্যকর হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। দেশ জুড়ে চলা বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। পর দিন দিন ‘গেজেট অফ ইন্ডিয়া’তে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নয়া নাগরিকত্ব আইন অনুযায়ী ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম ৬টি সংখ্যালঘু গোষ্ঠীর শরণার্থীদের এ দেশের নাগরিকত্ব দেওযা হবে।