কলকাতা,১৫ জানুয়ারি (হি.স.):রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনায় বসেছে তৃণমূলের ছাত্র সংগঠন| আজ বুধবার ষষ্ঠতম দিনে পরলো ধরনা|বুধবারও ওই ধরনা মঞ্চে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ধরনা মঞ্চ থেকে ১৭ তারিখ এনপিআর তথা জাতীয় জনসংখ্যা পঞ্জি কার্যকর করতে কেন্দ্রের তরফে দিল্লীতে ডাকা বৈঠকে যাবেন না বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |
মুখ্যমন্ত্রী বলেন, ‘১৭ তারিখ এনপিআর নিয়ে দিল্লীতে যে বৈঠক ডাকা হয়েছে, তাতে আমি যাচ্ছি না।বাংলা থেকে কোনও সচিব বা আমলাও ওই বৈঠকে যাবেন না |এনপিআর নিয়ে দিল্লীর বৈঠকে যাবেনা রাজ্য’|
প্রসঙ্গত,নাগরিকত্ব সংশোধনী আইন,এনআরসি-র প্রতিবাদে ৯ জানুয়ারি থেকে রানি রাসমণি অ্যাভেনিউতে ধরনায় বসেছে তৃণমূলের ছাত্র সংগঠন|