আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে দেশে ভয়ের পরিবেশ কায়েম করা হচ্ছে। তাতে, দেশের শুধুই ক্ষতি হচ্ছে। মঙ্গলবার ত্রিপুরা সফরে এসে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে দেশজুড়ে বিরোধিতায় এইভাবেই বিরক্তি প্রকাশ করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় ধোত্রে। তাঁর সাফ কথা, ওই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য হয়েছে, কেড়ে নেওয়ার জন্য নয়।
এদিন তিনি বলেন, লোকসভা এবং রাজ্যসভায় বিজেপি ছাড়াও অন্য রাজনৈতিক দল নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছে। তবেই, ওই বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। অথচ, সারা দেশে ওই আইনের বিরোধিতায় অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বিরোধীদের নিশানা করে বলেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত্র করা হচ্ছে।
তাঁর দাবি, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল বিস্তারিত আলোচনা হয়েছে। ওই বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দেশবাসীকে বারেবারে আস্বস্থ করেছেন, একজন নাগরিকের নাগরিকত্ব ওই আইনে কেড়ে নেওয়া হবে না। তবুও, কেবলই বিরোধিতার জন্য এক অরাজক পরিস্থিতি কায়েম করে রেখেছে বিরোধীরা, তোপ দাগেন সঞ্জয় ধোত্রে।
তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বিরোধীরা দেশবাসীর মনে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে ভীতের সঞ্চার করেছেন। সারা দেশে ভয়ের পরিবেশ কায়েমে দেশবাসীকে অস্থির করে তুলেছে। তাতে, দেশের ক্ষতি হচ্ছে।