জয়পুর, ১৪ জানুয়ারি (হি.স.): ১৯৬৫ এবং ১৯৭১-এর যোদ্ধাদের বিশেষ পেনশন দেওয়ার প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রককে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে সেনাবাহিনীর ভেটেরানর্স ডে (প্রবীণ দিবস) উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে-সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা।
এদিন প্রাক্তন সেনানীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জানিয়েছেন, আপাতকালীন এবং স্বপ্ল-মেয়াদী কমিশনড সেনা অফিসাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে ১৯৬৫ এবং ১৯৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের জন্য বিশেষ পেনশন প্রদানের প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রককে পাঠিয়েছে সেনাবাহিনীর সদর দফতর। কারণ এই দুই ধরণের সেনা অফিসারেরা স্বাভাবিক পেনশন প্রাপকের যোগ্যতা অর্জন করার আগেই অবসর নেয়। তাই স্বতন্ত্র সেনানী সম্মান পেনশন প্রকল্পের আওতাও এই সকল প্রাক্তন সেনানীদের বিশেষ পেনশন দেওয়ার প্রস্তাব করা হয়েছে।