নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা| দেশজুড়ে বেড়েই চলেছে শাকসব্জি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীম দাম, ফলে দরিদ্র মানুষরা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন| এই ইস্যুকে হাতিয়ার করেই মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়াঙ্কা|
মঙ্গলবার হিন্দিতে টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সব্জি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে| সব্জি, তেল, ডাল এবং আটার দাম বাড়লে দরিদ্ররা কী খাবে? এছাড়াও মন্দার কারণে দরিদ্ররাও কাজ পাচ্ছে না|’ বিজেপিকে তীব্র আক্রমণ করে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, ‘বিজেপি সরকার তো পকেট কেটে পেটেই লাথি মেরেছে|’
প্রসঙ্গত, দেশজুড়ে শাকসব্জি-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া| ডিসেম্বর মাসেই পেঁয়াজের দাম ছিল গগণচুম্বী| দাম বেড়েছিল আলুরও| চড়ছে জ্বালানি তেলের দামও| সবমিলিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে| দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশের সাধারণ মানুষ|