মকর সংক্রান্তি : ত্রিপুরায় গ্রামাঞ্চলে বাড়িঘরের উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত গৃহিণীরা

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তি উপলক্ষ্যে উঠানে আলপনা আঁকার রেওয়াজ ধরে রেখেছেন লঙ্কামুড়ার গৃহিণীরা। আদিকাল থেকে পৌষ মাসে সংক্রান্তিতে উঠানে আলপনা এঁকে তাতে হরির নামে লুট দেওয়া এক প্রথা, তা প্রতি বছর তাঁরা পালন করছেন। জানালেন লঙ্কামুড়ার বাসিন্দা নিবেদিতা কপালি। তাঁর কথায়, শহরাঞ্চলে সাধারণত এই রেওয়াজ প্রায় উঠেই গিয়েছে। কিন্তু, মকর সংক্রান্তি গ্রামাঞ্চলে আমরা প্রতি বছর উৎসাহের পালন করছি।

এদিন, লঙ্কামুড়ায় অধিকাংশ বাড়িতে গিয়ে দেখা উঠানে সুদৃশ্য আলপনা আঁকা হয়েছে। নিবেদিতা কপালি বলেন, পূর্বজরা আমাদের হাতে ওই রেওয়াজ তুলে দিয়ে গিয়েছেন। তাঁদের সাথে থেকেই আলপনা আঁকার হাতেখড়ি হয়েছে। তাই, পূর্বজদের ফেলে যাওয়া ঐতিহ্যকে মুছে ফেলতে চাইছি না। তাঁর কথায়, এই অঞ্চলে প্রত্যেকের বাড়িতেই মকর সংক্রান্তি উৎসাহ নিয়ে উদযাপন করা হয়।

তিনি বলেন, সংক্রান্তির সপ্তাহখানেক আগেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দেই। কারণ, উঠানে আলপনা আঁকার জন্য ভাল প্রস্তুতি না হলে আলপনা ফুটিয়ে তুলে যায় না। তাঁর কথায়, প্রথমে আমরা গোবর দিয়ে সারা উঠান লেপে দিতে হয়। তারপর সেখানে আলপনা আঁকা শুরু করি আমরা। তিনি জানান, আলপনা আঁকার ক্ষেত্রে ভাল নক্সা হওয়া খুবই জরুরি। তবেই, আলপনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *