নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ বদলি করা হল সাইবার ক্রাইমের পুলিশ সুপারকে৷ সাসপেন্ড হলেন পশ্চিম আগরতলা থানার দুই পুলিশ কর্মী৷ মূলত, পুলিশ লকআপে এটিএম হ্যাকিংয়ের সাথে জড়িত সন্দেহে ধৃতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যে আলোড়ন সৃষ্টির জেরেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷ অবশ্য, রাজ্য সরকার বিষয়টি যথেষ্ট সংবেদনশীল মনে করেই হয়তো তড়িঘড়ি কঠোর ব্যবস্থা নিয়েছে৷ পুলিশের সাইবার ক্রাইম শাখার পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীকে ট্রাফিকের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে৷ শুধু তাই নয়, ওই ঘটনায় পশ্চিম আগরতলা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর সঞ্জিত দেববর্মা ও কনস্টেবল বিশ্বজিৎ পালকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে৷
আজ রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হয়েছে৷ আইপিএস এবং টিপিএস মিলে ৩২ জনের রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাইবার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীকে ট্রাফিকের পুলিশ সুপারের দায়িত্বে বদলি করা হয়েছে৷ এদিকে, পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীর গ্রেপ্তারিতে ব্যর্থতার দায়ে বরখাস্ত তদানীন্তন পশ্চিম জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং টিএসআর ১ নম্বর ব্যাটালিয়ানের কমান্ড্যান্টের পদে ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছিলেন৷ এখন তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ তার বদলে তিনি গুরুতর অপরাধ এবং অর্থনৈতিক অপরাধ শাখার পুলিশ সুপার সাথে সাইবার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন৷ ধারণা করা হচ্ছে, পুলিশ লক আপে এটিএম হ্যাক-র সাথে জড়িত সন্দেহে ধৃতের মৃত্যুর ঘটনায় শর্মিষ্ঠা চক্রবর্তীকে সাইবার ক্রাইম পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে৷
আজ ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের অবর সচিব এস কে দেববর্মা ৩২ জন পুলিশ আধিকারিকের রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছেন৷ তাতে, ৬ জন আইপিএস এবং ২৬ জন টিপিএস পুলিশ আধিকারিক রয়েছেন৷ ওই তালিকায় রয়েছেন জিতেন্দ্র দেববর্মা, লাকি চৌহান, অজিত প্রতাপ সিং, কুলবন্ত সিং, সঞ্জয় রায়, শাশ্বত কুমার, ভানুপদ চক্রবর্তী, অমার্জিত দেববর্মা, নবদ্বীপ জমাতিয়া, পিনাকী সামন্ত, রুথলুঙা ডারলং, নগেন্দ্র দেববর্মা, শর্মিষ্ঠা চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, কমল বিকাশ মজুমদার, রঙ্গ দুলাল দেববর্মা, রাজু রিয়াং, মণিময় চাকমা, উত্তম বণিক, পিয়ামাধুরী মজুমদার, ধ্রুব নাথ, তাপস কান্তি পাল, হিমাদ্রি প্রসাদ দাস, হামসারাই রিয়াং, কোয়েল দেববর্মা, মিনা কুমারী দেববর্মা, রাম প্রসাদ সেমবল, প্রসূন কান্তি ত্রিপুরা, নীলা কুমার জমাতিয়া, তাপস দেব, প্রাণ কৃষ্ণ দাস এবং নির্মাল্য চন্দ৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থানার লকআপে কয়েদির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গতকালই ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷ আজ রাজ্য পুলিশ ওই ঘটনায় পশ্চিম আগরতলা থানার কর্তব্যরত দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে৷ ডিউটি অফিসার সঞ্জিত দেববর্মা এবং কনস্টেবল বিশ্বজিৎ পালকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে৷ এদিকে, আগামী দিনে ওই ঘটনায় আরও পুলিশ কর্মীর উপর কোপ পড়তে পারে বলেও ধারনা করা হচ্ছে৷