নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : বাজেট অধিবেশনের সময়ই ধর্মান্তকরণরোধী আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা ।
স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জাতীয় যুব-উৎসবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রকিশোর সিনহা জানিয়েছেন, সংসদের পরবর্তী অধিবেশনে ধর্মান্তকরণরোধী আইনের প্রস্তাব পেশ করা হবে। এই আইন কার্যকর হলে ধর্মান্তকরণ আইনের চোখে অপরাধ হয়ে উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রকে এই বিষয়ে রবীন্দ্রকিশোর সিনহা জানিয়েছেন যে গত বছরে প্রলোভন এবং জোর করে ধর্মান্তকরণের ঘটনাগুলিকেও এই আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রকিশোর সিনহা আরও বলেন, হিন্দুরা নিজেদের চরিত্রগত দিক দিয়ে ভগবানের থেকেও উদার হয়। এর অপব্যবহার কেউ যাতে না করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
স্বামী বিবেকানন্দ যে তাঁর আদর্শ তা মনে করিয়ে তিনি জানিয়েছেন, ভারতীয় দর্শনকে পুনরুদ্ধাররক, মহান দার্শনিক, আধ্যাত্মিকগুরু। ভারতকে যদি কেউ উপলব্ধি করতে পেরেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ।