গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে অনুষ্ঠিত তৃতীয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ চার-চারটি স্বৰ্ণপদক লাভ করে ইতিহাস রচনা করেছে ত্ৰিপুরার প্ৰিয়াঙ্কা দাশগুপ্ত। এর সঙ্গে তৃতীয় পদক ছিনিয়ে নিয়েছে অসমের উপাসা তালুকদার। অলরাউন্ড এবং রোপে ব্ৰঞ্জপদকপ্রাপ্ত উপাসা বল ইভেন্টে রৌপ্যপদক অৰ্জন করেছে।
গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর হাতে এবং প্রখ্যাত গায়ক শংকর মহাদেবনের সংগীতের মধ্য দিয়ে গুয়াহাটিতে শুরু হয়েছে জাতীয় স্তরের তৃতীয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস।
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর-ত্রিপুরার অন্যতম ছোট্ট পাহাড়ি রাজ্য ত্ৰিপুরার মণ্টু দেবনাথ, কল্পনা দেবনাথ এবং দীপা কৰ্মকার ইতিমধ্যে অৰ্জুন পুরস্কার লাভ করেছেন। বলা হয়, জিনমাস্টিকের ভারতীয় মক্কা ত্ৰিপুরা। খেলো ইন্ডিয়ার মাধ্যমে চারটি সোনার পদক পেয়ে ত্ৰিপুরার নাম এবার উজ্জ্বল করেছে আগরতলা-কন্যা প্ৰতিভাসম্পন্ন প্ৰিয়াঙ্কা দাশগুপ্ত। মণ্টু, কল্পনা এবং দীপাকে অনুসরণ করেই ২০২৪-এর অলিম্পিকে পদক লাভের স্বপ্ন দেখছে প্ৰিয়াঙ্কা। অলিম্পিকের স্বপ্ন বাস্তবায়িত করতে প্রতিদিন কম করে প্ৰায় সাত ঘণ্টা অনুশীলন করে, জানিয়েছে প্ৰিয়াঙ্কা দাশগুপ্ত।
এদিকে খেলো ইন্ডিয়ায় ১৭ বছর অনূর্ধ্বের অলরাউন্ড রোপ এবং বলে তৃতীয় পদক লাভ করায় অসমের জিনমাস্ট উপাসা তালুকদারের গুণগানে মেতেছে রাজ্যবাসী। ২০১৫ সালে জিনমাস্টিকের আৰ্টিস্টিক এবং ২০১৬ সালে রেডিমিক খেলা শুরু করেছিল গুয়াহাটির উপাসা। দাদা বেডমিন্টন খেলেন। দাদার খেলা দেখতে নিষ়মিত স্থানীয় নেহরু স্টেডিয়ামে আসত। সে থেকে জিনমাস্টিকের প্ৰেমে পড়ে উপাসা তালুকদার। গুয়াহাটির মহৰ্ষি বিদ্যামন্দিরের সপ্তম শ্ৰেণির ছাত্ৰী উপাসা তালুকদারের ভবিষ্যত লক্ষ্য অলিম্পিক গেমস। ২০০৭ সালে জন্মজাত উপাসার প্ৰিয় খেলোয়াড় বেলারুশের আলকিনা।