ঐশীর সঙ্গে দেখা করলেন পিন্নারাই বিজয়ন

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : দুষ্কৃতি হামলায় আহত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করলেন কেরলের মুখ্যমন্ত্রী।

শনিবার রাজধানী দিল্লিতে কেরল ভবনে ঐশীর সঙ্গে দেখা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিন্নাইরাই বিজয়ন। গত রবিবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বরে মুখ বেঁধে হামলা চালায় একদল দুষ্কৃতি। গুরুতর জখম হন ঐশী সহ একাধিক পড়ুয়া। তাদেরকে উদ্ধার করে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐশীর দাবি দুষ্কৃতি হামলা তার মাথা ফেটে যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐশী জানান, সমবেদনা এবং পাশে দাঁড়ানোর জন্য কেরল সরকারকে ধন্যবাদ। ঐশী ঘোষ এদিন স্পষ্ট করে দেন যে নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে সংগ্রাম অব্যাহত থাকবে। ঐশী আরও বলেন যে পিন্নারাই তাঁকে সংগ্রাম চালিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *