প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্ব : মমতা

কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): শহর দু’দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই শনিবার রাজভবনে ১৫ মিনিট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে মমতার জানান রাজ্যে প্রধানমন্ত্রী আসলে তার সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও মোদী-মমতার বৈঠক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে মমতা জানান,  “রাজ্যে প্রধানমন্ত্রী এলে তার সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করেন। সেই মতই ফিরহাদ হাকিম রাজ্যের মিনিস্টার ইন ওয়েটিং হওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও গিয়েছিলেন।”

এদিন বৈঠকে প্রধানমন্ত্রীকে জাতীয় নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন,  “এনপিআর, এনআরসি ও সিএএ-র আমরা তিনটিরই বিরুদ্ধে। মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয়। কেউ যেন বাদ না যান। কারোর ওপর যেন অত্যাচার না হয় সেটাই প্রধানমন্ত্রীকে বলেছি।” একইসাথে এনআরসি এনিয়ে পুনরায় প্রধানমন্ত্রীকে ভাবনা চিন্তা করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন এখন তো রাজ্যে এসেছি, প্রয়োজনে দিল্লিতে কথা বলে নেব।”

অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে রাজ্য কেন্দ্রের আর্থিক লেনদেনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রের কাছে ২৮হাজার কোটি টাকা পাওনা আছে। আমরা ৫৪ হাজার কোটি টাকা শোধ করেছি। বুলবুলের ১০হাজার কোটি টাকা বকেয়া। অর্থাৎ মোট ৩৮ হাজার কোটি টাকা পাওনা কেন্দ্রের থেকে। আমাদের প্রাপ্য মিটিয়ে দিতে বলেছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *