আগরতলা, ১০ জানুয়ারি (হি. স.) : আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে গিয়ে ফের বিজেপি-কে নিশানা করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, সিপিএম পার্টি অফিসে হামলা শক্তি প্রদর্শন নয়, দুর্বলতার লক্ষণ।
গত কয়েকদিন ধরেই ত্রিপুরায় সিপিএম পার্টি অফিস আক্রান্ত হচ্ছে। গতকাল রাতে নরসিংগড়ে সিপিএম পার্টি অফিসে ভাংচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার ওই পার্টি অফিস পরিদর্শনে যান। সেখানে তিনি স্থানীয় সিপিএম নেতাদের সাথে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন।
পার্টি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, সিপিএম পার্টি অফিসে ভাংচুর, আগুন লাগানোর ঘটনা নতুন নয়। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর একাধিকবার আক্রমণ হয়েছে সিপিএম পার্টি অফিসে।তাঁর কটাক্ষ, বিজেপি ভয় পেয়ে গেছে। কারণ, মানুষ এখন ক্রমাগত তাঁদের সঙ্গ ছাড়ছে। তাঁর দাবি, ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করে, প্রলোভন দেখিয়ে ভোট সংগ্রহ করেছিল বিজেপি। আজ সেই মানুষের সেই মোহ ভঙ্গ হচ্ছে।
মানিকের সাফ কথা, অস্তিত্ব রক্ষার জন্যই এখন সিপিএম পার্টি অফিসগুলিতে হামলা চালানো হচ্ছে। তাঁর মতে, পার্টি অফিসে হামলা শক্তি প্রদর্শন নয়, দুর্বলতার লক্ষণ। অবশ্য, বিরোধী দলনেতার এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে শাসক দল বিজেপি। বিজেপি-র দাবি, দলীয় অন্তর্কোন্দলে সিপিএম পার্টি অফিসগুলি আক্রান্ত হচ্ছে। ২৫ বছর মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তারই বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে।