গুয়হাটি, ৯ জানুয়ারি (হি.স.) : অসম এ মুহূর্তে নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে কোনও আন্দোলন হচ্ছে না, এই আন্দোলন অস্তগামী। এখন যা চলছে তা বিজেপি উৎখাত অভিযান চালিয়েছেন বিরোধীরা। বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বহু দফতরের মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারি কয়েকটি নয়া প্রকল্পের ঘোষণা করছিলেন মন্ত্রী ড. শর্মা। সিএএ-বিরোধী চলমান আন্দোলন সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেছেন তিনি।
নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব বলেন, তিনি গতকালও টিভিতে দেখেছেন, সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীরা কেবল বিজেপি হটানোর কথা বলছেন। অনর্গল বিজেপি ও তাঁকে এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে গলমন্দ করছেন। মানুষ জড়ো করেছেন সিএএ-এর অপকারিতা সম্পর্কে তথ্য তুলে ধরবেন বলে। কিন্তু এঁরা সিএএ-র বিরুদ্ধে কোনও কথা না বলে কেবল প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, অমিত শাহ, হিমন্তবিশ্ব এবং সর্বানন্দ সনোয়ালকে গালাগালির জন্য বেছে নিয়েছেন। তবে তাঁদের এ ধরনের কার্যকলাপের উপযুক্ত জবাব রাজনৈতিক ভাবেই দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন ড. শর্মা।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘খেলো ইন্ডিয়ায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী আসবেন বলে সরকরিভাবে কিছুই জানানো হয়নি। তাঁকে অসম সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল মাত্র। আমন্ত্রণ জানালেও তাঁর দফতর থেকে কোনও সূচি জানানো হয়নি৷ প্রধানমন্ত্রী আসবেন এটা সংবাদ মাধ্যমের খবর৷’ তবে প্রধানমন্ত্রী মোদী আগামী ফেব্ৰুয়ারি বা মাৰ্চে দলীয় কার্যক্রমে অসমে আসবেন। ওই সফর নরেন্দ্র মোদীর রাজনৈতিক সফর হবে বলে স্পষ্ট করে দিয়েছেন হিমন্তবিশ্ব। সিএএ-বিরোধী আন্দোলন এবং বিজেপি-র শান্তি মিছিল ও সমাবেশ সম্পর্কে মন্ত্ৰী হিমন্তবিশ্ব বলেন, ‘আমরাতো জাতিদ্ৰোহী মানুষ, এর পরও আমাদের মিছিলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। কিন্তু সে-সব খবর সংবাদপত্রের তৃতীয় হেডলাইন হয়৷ আজ এ ব্যাপারে বাদ দিন। আগামী পরশু নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বিস্তারিত কথা বলব৷ বিহু-র আগেই সব বলব৷ বহু কথা বলার আছে৷ ড. নগেন শইকিয়াস্যার সম্পর্কেও কিছু কথা বলার আছে৷’
তিনি বলেন, ‘চলমান আন্দোলনে যে সব কথা বলা হয়েছে বা হচ্ছে, সেগুলো ভবিষ্যতে অসমিয়া জাতিকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা জানতে হবে। আমরা নিৰ্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বলেছিলাম। আমরা সব জানিয়েই যা করার করছি। জনতাকে অন্ধকারে রেখে কিছুই করছি না,’ বলেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহের সঙ্গে দেখা করব। নিজের সতীত্ব বা পবিত্ৰতার প্ৰমাণ দিতে সীতা যেমন অগ্নিকুণ্ডে প্ৰবেশ করেছিলেন, তেমনই নাগরিকত্ব চেয়ে আবেদন করলে কতজনের নাম অন্তর্ভুক্ত হবে তার প্ৰমাণও পেতে সচেষ্ট হব, এতে সবকিছু স্পষ্ট হয়ে যাবে৷ আমি আজও বলছি, পাঁচ লক্ষের বেশি নাম ভারতীয় নাগরিকত্বের তালিকায় সন্নিবিষ্ট হবে না৷ এর বেশি অন্তর্ভুক্ত হলে রাজনীতি ছেড়ে দেব।’