কলকাতা,৩ জানয়ারি (হি.স.):নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| শুধু মমতা বন্দোপাধ্যায়কেই নয় তাঁকে আরও ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন|
চিঠিতে পিনারাই বিজয়ন লিখেছেন , ‘‘নাগরিকত্ব সংশোধনী আইনকে নিয়ে দেশের বৃহত্তর অংশের মানুষ আতঙ্কে ভুগছে| তাই গণতন্ত্র ও ধর্মনিরেপক্ষতাকে বাঁচাতে সকল দেশবাসীর একজোট হওয়ার সময় এসে গেছে | পারস্পরিক মতানৈক্য সরিয়ে সমাজের বিভিন্নস্তরের মানুষকে এক হতে হবে গণতন্ত্র বাঁচাতে| আমরা নিশ্চিত, দেশের বৈচিত্র্যর মধ্যে ঐক্য আরও শক্তিশালী হবে | এনআরসি-এর আশঙ্কায় এনপিআর সংক্রান্ত সমস্ত কাজ রাজ্যে স্থগিত করে দিয়েছে কেরল সরকার’| পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, পুদুচেরি, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন পিনারাই বিজয়ন|