সিএএ-বিরোধী আন্দোলন, ১০০ কোটি টাকা লোকসান উত্তরপূর্ব সীমান্ত রেলের

গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে সংগঠিত হিংসাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর (২০১৯) পর্যন্ত প্ৰায় ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলের। এই ক্ষতি কেবল রেলের সম্পত্তি ধ্বংস করার জন্যই নয়, উত্তরপূর্ব ডিভিশন থেকে অন্য ডিভিশনে যাত্ৰী ও পণ্যবাহী ট্রেন বাতিলের ফলেও হয়েছে।

এক প্রেস বিবৃতি জারি করে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় রেল স্টেশন পুড়িয়ে দেওয়া, রেলওয়ে লাইন, লেবেল ক্ৰসিঙের ক্ষতিসাধন, গুরুত্বপূৰ্ণ যোগাযোগ এবং অন্যান্য ইলেকট্ৰনিক সামগ্ৰী জ্বালিয়ে দেওয়ায় লোকসান হয়েছে। এর মধ্যে কেবল তিনসুকিয়া, কাটিহার, লামডিং, রঙিয়ার মতো ডিভিশনগুলিতে রেলওয়ে সম্পত্তির মোট ক্ষতির পরিমাণ প্ৰায় ১০ কোটি টাকা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, এছাড়া যাত্ৰীদের কাছ থেকে প্রাপ্য প্ৰায় ৩০.১৩ কোটি টাকা লোকসান হয়েছে। এভাবে লোকসান হয়েছে পণ্যবাহী ট্রেন বাবদ প্ৰায় ৬৩.৪২ কোটি টাকা, পার্সেল বাবদ প্ৰায় ৫.০৫ কোটি টাকা। এ সমস্ত লোকসান হয়েছে সদ্যবিদায়ী ২০১৯ সালের ৯ ডিসেম্বর থেকে ৩০ ডিচেম্বরের মধ্যে। ওই সময়কালে বহু ট্রেন বাতিল করার ফলে উত্তরপূর্ব সীমান্ত রেলের প্ৰায় ৩৮.৮৬ লক্ষ যাত্ৰী যাত্ৰা করতে পারেননি।

সংগঠিত হিংসাজনিত কারণে আইন-শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ার পর কিছুসংখ্যক আক্ৰান্ত এলাকায় ট্রেন পরিষেবা পুনরায় শুরু করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্ৰহণ করে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। অন্যদিকে কয়েকটি অঞ্চলে মেরামতের কাজ চলছে বলেও রেল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *