মুম্বই, ১৯ ডিসেম্বর (হি.স.) : ফোবস পত্রিকা প্রকাশ করল ২০১৯ সালের সবচেয়ে ধনী সেলিব্রিটিদের তালিকা। একশো জনের নামের তালিকায় এক নম্বরে উঠে এলেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। দ্বিতীয় স্থান দখল করলেন অক্ষয় কুমার। ২০১৯ সালে তাঁর মোট আয় ২৯৩.২৫ কোটি টাকা। তৃতীয় স্থানে নেমে এসেছেন সলমান খান। তাঁর মোট আয় ২২৯.২৫ কোটি টাকা। অমিতাভ বচ্চনও পিছিয়ে নেই। চলতি বছরে তাঁর মোট আয় ২৩৯.২৫ কোটি টাকা। তবে এই প্রথম দুই অভিনেত্রী প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন।

আট নম্বরে রয়েছেন আলিয়া ভাট (৫৯.২১ কোটি) এবং দশম স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন (৪৮ কোটি)। এছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছেন শাহরুখ খান (১২৪.৩৮ কোটি টাকা) এবং সপ্তমে উঠে এসেছেন রণবীর সিং (১১৮.২ কোটি)। ফোর্বস-এর ওয়েবসাইটে বলা হয়েছে শুধুমাত্র ২০১৯ সালে সেলেবদের আয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়নি। তালিকা তৈরির সময়ে মাথায় রাখা হয়েছে তারকাদের জনপ্রিয়তাও। তবে শুধু ফিল্ম তারকারাই নন, এই তালিকায় নাম রয়েছে জনপ্রিয় টিভি তারকাদেরও। ৫৩ নম্বরে নাম রয়েছে কপিল শর্মার, ৭৯ স্থানে রয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী দাহিয়া, ৮২ নম্বরে রয়েছেন ভারতী সিং এবং ৯২ স্থানে রয়েছেন করণ কুন্দ্রা। আর কোন সেলিব্রিটিরা কোনস্থানে রয়েছেন অজয় দেবগণ (৯৪ কোটি) দ্বাদশ স্থানে রজনীকান্ত (১০০ কোটি) ত্রয়োদশ স্থানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (২৩.৪ কোটি) চতুর্দশ স্থানে আমির খান (৮৫ কোটি) পঞ্চদশ স্থানে এ আর রহমান (৯৪.৮ কোটি) ষোড়শ স্থানে হৃত্বিক রোশন (৫৮.৭৩ কোটি) অষ্টাদশ স্থানে।

