
চেন্নাই, ৮ ডিসেম্বর (হি.স.) : বাড়তে বাড়তে ২০০ টাকা ছুঁল পেঁয়াজের দাম। রবিবার তামিলনাডুর বিভিন্ন এলাকায় কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ২০ টাকা কিলো দরে একসময় যে বাজারে মিলত পেঁয়াজ, তা এখন ভুলতে বসেছে মানুষ। কলকাতার বাজারে ১৫০ টাকা কেজি ছুঁয়েছিল পেঁয়াজ। তামিলমাডুর বাজারে ১০ গুন বৃদ্ধি পেয়ে ২০০ ছুঁল পেঁয়াজের দাম। রবিবার তামিলনাডুর বিভিন্ন এলাকায় কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিক্রেতাদের দাবি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে মানুষ কেনাতেই রাশ টেনেছে। যাঁরা এতদিন যারা ৫ কেজি করে পেঁয়াজ কিনতেন, তারা কিনছেন মাত্র ১ কেজি। এই অবস্থায় বিক্রেতাদেরও মাথায় হাত।