হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, স্বায়ত্বশাসনের দাবিতে উঠল স্লোগানও

হংকং, ৮ ডিসেম্বর (হি.স.): হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত। রবিবার হাজার হাজার বিক্ষোভকারী কালো পোশাক পরে এ বিক্ষোভকারীরা এক পদযাত্রায় সমবেত হয়েছেন । আজকের বিক্ষোভ মিছিল থেকে হংকংয়ের স্বায়ত্বশাসনের দাবিতে স্লোগানও ওঠে । অস্ত্র সহ গ্রেফতার ১১ জন |

হংকংয়ের মানবাধিকার সংগঠন সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টকে (সিএইচআরএফ) হংকং কর্তৃপক্ষের পদযাত্রার অনুমতি দেওয়ার পর আজ এই বিক্ষোভের আয়োজন করা হয়। রবিবার হাজার হাজার বিক্ষোভকারী কালো পোশাক পরে এ বিক্ষোভকারীরা এক পদযাত্রায় সমবেত হয়েছেন । এদিন বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের বিক্ষোভকারীরা হংকংয়ের কসওয়ে বে জেলার ভিক্টোরিয়া পার্ক থেকে সেন্ট্রাল জেলার চাতের রোড অভিমুখে এ পদযাত্রা করেছেন। আজকের বিক্ষোভ মিছিল থেকে হংকংয়ের স্বায়ত্বশাসনের দাবিতে স্লোগানও ওঠে ।

হংকং পুলিশ জানিয়েছে এদিন বিক্ষোভরত ১১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকে সামরিক বাহিনীর ব্যবহৃত ছুরি, বাজি, ১০৫টি গুলি এবং একটি সেমি-অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়।

গত ১৮ আগস্টের পর হংকংয়ে সরকার বিরোধীদের কোনও অনুষ্ঠানের এটিই প্রথম অনুমোদন। ২৪ নভেম্বরের স্থানীয় নির্বাচনে বিক্ষোভকারীদের বিজয়ের পর শান্তিপূর্ণ অবস্থা চলছিল হংকংয়ে। এই অবস্থায় ব্যাপক আকার ধারন করে আজকের বিক্ষোভ মিছিল | গতকালই এক বিবৃতিতে সরকার বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়,তারা তাদের শিক্ষা নিয়েছেন এবং যেকোনও সমালোচনা তারা বিনয়ের সঙ্গে শুনতে ও গ্রহণ করতে প্রস্তুত আছেন।

উল্লেখ করা যেতে পারে গত জুন মাসে চিনের মূল ভূখন্ড থেকে পালিয়ে আসা আসামিদের প্রত্যার্পণ সম্পর্কে হংকংয়ের আইনসভায় একটি বিল উত্থাপন করা হলে বিক্ষোভ ছড়িয়ে পরে চিনের বিশেষ প্রশাসনিক অঞ্চলে হংকংয়ে। চিন কর্তৃপক্ষ প্রাক্তন বিট্রিশ উপনিবেশে ছড়িয়ে পড়া এ বিক্ষোভে বাধা দিতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিংসাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভে এ পর্যন্ত ছয় হাজারের বেশি বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে। যার ৩০ শতাংশের বয়স ২১ থেকে ২৫ এর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *