ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট ৭ ডিসেম্বর, মাও-অধ্যুষিত অঞ্চলে কড়া নিরাপত্তা

রাঁচি, ৬ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে এবার পাঁচ দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে| ইতিমধ্যেই প্রথম দফার (৩০ নভেম্বর) ভোট-পর্ব মিটেছে ঝাড়খণ্ডে| ৭ ডিসেম্বর, শনিবার দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডের মোট ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে| যথাক্রমে-বাহারাগোরা, ঘাটশিলা, পোটকা, জুগসালাই, জামশেদপুর পূর্ব, জামশেদপুর পশ্চিম, সরাইকেল্লা, খারসাওয়ান, চাইবাসা, মাঝগাঁও, জগন্নাথপুর, মনোহরপুর, চক্রধরপুর, তামার, মান্দার, তোরপা, খুন্তি, সিসাই, সিমদেগা এবং কোলেবিরা| উল্লেখযোগ্য বিধানসভা আসনগুলি হল-জামশেদপুর পূর্ব, খুন্তি, তোরপা, চাইবাসা, চক্রধরপুর এবং সিসাই| দ্বিতীয় দফার ভোট-পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে|

জামশেদপুর পূর্ব বিধানসভা আসন : জামশেদপুর পূর্ব আসনে ভাগ্যপরীক্ষা হবে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের| এই আসনকে বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়| কংগ্রেসের পক্ষ থেকে এই আসনে প্রার্থী করা হয়েছে জাতীয় মুখপাত্র গৌরব বল্লভকে|

খুন্তি বিধানসভা আসন : খুন্তি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুণ্ডা| মুণ্ডাকে এই আসনে জোরদার টক্কর দিতে পারেন জেএমএম-কংগ্রেস জোট প্রার্থী প্রার্থী দয়ামণী মারান|

তোরপা বিধানসভা আসন : তোরপা আসনে এবার ত্রিমুখী লড়াই, সুরীনের পরিবর্তে এবার এই আসনে সুদীপ গুড়িয়াকে প্রার্থী করেছে জেএমএম, সুরীন নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন এবং এই আসনে বিজেপি প্রার্থী হলেন কোচে মুণ্ডা|

চাইবাসা বিধানসভা আসন : প্রাক্তন আইএএস অফিসার জে বি তুবিদের ভাগ্যপরীক্ষা হবে চাইবাসা বিধানসভা আসনে, বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি| এই আসনে জেএমএম-কংগ্রেস জোট প্রার্থী হলেন বর্তমান বিধায়ক দীপক বিরুওয়া|

চক্রধরপুর বিধানসভা আসন : পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর বিধানসভা আসনের দিকেই সর্বাধিক নজর রয়েছে রাজনৈতিক মহলের| এই আসনে ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি লক্ষ্মণ গিলুওয়ার| সপ্তদশ লোকসভা নির্বাচনে সিংভূম থেকে পরাজিত হয়েছিলেন লক্ষ্মণ| এই আসনে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে, জেএমএম প্রার্থী হলেন সুখরাম ওঁরাও এবং এজেএসইউ-র রামলাল মুণ্ডা|

সিসাই বিধানসভা আসন : দ্বিতীয় দফায় উল্লেখযোগ্য আসনের মধ্যে রয়েছে সিসাই| এই আসনে ভাগ্য পরীক্ষা হবে ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার দীনেশ ওঁরাও-এর| এই আসনে জেএমএম-এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে জিগা সুসারান হোরোকে|

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে তৃতীয় দফায় ভোট হবে ১২ ডিসেম্বর| ওই দিন রাজ্যের ১৭টি আসনে ভোট হবে| চতুর্থ দফায় অর্থাত্ ১৬ ডিসেম্বর ঝাড়খণ্ডের ১৫টি আসনে ভোট হবে| পঞ্চম দফা অর্থাত্ শেষ দফায় ভোট হবে ১৯ ডিসেম্বর, রাজ্যের ১৬টি আসনে| ফলাফল ঘোষণা হবে ২৩ ডিসেম্বর|