নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ ডিসেম্বর৷৷ গোটা দেশের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ তাদের প্রতিষ্ঠা দিবস বা রাইজিং ডে পালন করেছে মঙ্গলবার৷ এরই অঙ্গ হিসেবে আজ বিএসএফ-এর ২০ ব্যাটালিয়ন পানিসাগরে তাদের সেক্টর হেডকোয়ার্টারে রাইজিং ডে পালন করেছে৷

ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার এবং ২০ ব্যাটলিয়ন-এর জওয়ানরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন৷ সকাল ১১টা থেকে সীমান্তরক্ষী বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজীব দোয়া৷ এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের কমান্ডেন্ট সাংখাটা প্রসাদ-সহ বিএসএফ-এর শীর্ষ আধিকারিকরা৷
আজকের রাইজি ডে-র প্রধান অতিথি ডিআইজি রাজীব দোয়া প্রদত্ত ভাষণে বলেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও নানা কার্যসূচি হাতে নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী৷ এরই অঙ্গ হিসেবে পানিসাগর সেক্টর হেডকোয়াটারেও নানা কার্যসূচি পালিত হচ্ছে৷ ১৫ দিন আগে ১৫ নভেম্বর থেকে তাঁদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই রাইজিং ডে উপলক্ষ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির-সহ সীমান্ত এলাকার সাধারণ জনগণ ও বিএসএফ-এর মধ্যে ভ্রাতৃত্বসুলভ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে৷ ভাংড়া নৃত্য ও অন্যান্য গান ও নৃত্য পরিবেশন করেছেন বিএসএফ জওয়ানরা৷
১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনীর জন্ম হয়েছিল৷ দীর্ঘ ৫৪ বছর ধরে দেশ রক্ষার কাজে নিয়োজিত তাঁরা৷
প্রতি বছরই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকেন বিএসএফ-এর জওয়ানরা, এবারও তার ব্যতিক্রম নেই৷ ১ ডিসেম্বর ৫৫ বছরে পদার্পণ করেছে সীমান্তরক্ষী বাহিনী৷ আজকের রাইজিং ডে অনুষ্ঠানে বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়ন ও পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের প্রায় ১২০০ জন আধিকারিক ও জওয়ান অংশগ্রহণ করেছেন৷

