দেশদ্রোহিতা ও মানহানি মামলা, অস্বস্তিতে সিদ্দারামাইয়া ও কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৯ নভেম্বর (হি.স.): প্রবল অস্বস্তিতে পড়তে চলেছেন কর্ণাটকের প্রাক্তন দু’জন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সিদ্দারামাইয়া এবং জেডি (ইউ)-র এইচ ডি কুমারস্বামী| সিদ্দারামাইয়া এবং এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ ভারতীয় দণ্ডবিধি (আইপিসি)-র অধীনে ২০টি মামলা দায়ের করা হয়েছে| শুধুমাত্র সিদ্দারামাইয়া ও কুমারস্বামীই নন, আইটি (আয়কর) আধিকারিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জি পরমেশ্বর, কংগ্রেস নেতা ডি কে শিবকুমার এবং বেঙ্গালুরুর প্রাক্তন সিটি পুলিশ কমিশনার সুনীল কুমারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে| নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ|

প্রসঙ্গত, সপ্তদশ লোকসভা নির্বাচন চলাকালীন আয়কর হানার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার ঘটনায় কংগ্রেস ও জেডি (এস)-এর নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল| অভিযোগ, আয়কর দফতরের হানার আগেই আগাম তথ্য কংগ্রেস ও জেডি (এস) নেতাদের কাছে ফাঁস করে দিয়েছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| আয়কর দফতরের কর্মীদের ‘বিজেপির দালাল’ বলতেও শোনা গিয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *