হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদে তরুণী পশুচিকিত্সককে ধর্ষণ ও খুনের মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ| তাদের হেফাজতে নিয়েছে শাদনগর থানার পুলিশ |
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/15001500-5b429a6785f04b90b0ab3322dd799463-handcuffs-920c.jpg)
হায়দরাবাদ শহর সংলগ্ন শাদনগরে বৃহস্পতিবার তরুণী পশুচিকিত্সকের দগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ| হায়দরাবাদের অনতিদূরে মফস্সল এলাকা শামশাবাদের তন্দুপল্লি টোল প্লাজার কাছে খুন করা হয় ওই তরুণী পশুচিকিত্সককে| পরে দেহটি প্রায় ২৫ কিলোমিটার দূরে শাদনগরে চাতানপল্লি সেতুর কাছে পুড়িয়ে দেওয়া হয়| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে ওই তরুণী পশুচিকিত্সককে| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ| সেইসঙ্গে তরুণী যে টোল প্লাজার কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন, পুলিশ সেখান থেকে মৃতের জুতো, জামাকাপড় ও একটি মদের বোতল উদ্ধার করেছে। সাইবারাবাদ পুলিশ এই তথ্য দিয়ে জানিয়েছে, প্রাথমিক তদন্তের পরে চারজনকে শাদনগর থানার পুলিশ হেফাজতে নিয়েছে | ধৃতদের নাম মহম্মদ আরিফ, জোল্লু শিব, জোল্লু নবীন, এবং চিন্তাকুন্ত চেন্নাকেশাভুলু |
পুলিশ সূত্রের খবর, গত বুধবার কোল্লুর গ্রামে পশু হাসপাতালে গিয়েছিলেন ওই তরুণী চিকিত্সক| সন্ধ্যায় সেখান থেকে ফিরে টোল প্লাজার কাছে স্কুটি দাঁড় করিয়ে ক্যাব নিয়ে গোচিবাওলিতে একজন চর্মচিকিত্সকের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী| রাত ন’টা নাগাদ টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটির টায়ার ফেটে গিয়েছে| তখন দু’জন ট্রাক চালক সাহায্যের আশ্বাস দেন| এরপরই তরুণী পশুচিকিত্সকের দগ্ধ দেহ উদ্ধার হয়|
নক্ক্যারজনক এই ঘটনা প্রসঙ্গে এরে আগে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, ‘হায়দরাবাদে ধর্ষণ ও খুন করা হয়েছে একজন তরুণী পশুচিকিত্সককে| দোষীদের গ্রেফতার করার জন্য রাজ্য সরকার এবং পুলিশের সঙ্গে কথা হয়েছে| একজন মহিলা নক্ক্যারজনক বর্বরতার শিকার হলেন, তা অত্যন্ত উদ্বেগের বিষয়| কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা করা হবে|’