নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ ত্রিপুরার আটটি জেলার ৪৫টি স্থানে আজ এক সঙ্গে ভূমিকম্প মোকাবিলার ওপর মেগা মহড়া অনুষ্ঠিত হয়েছে৷ ত্রিপুরা সরকারের রাজস্ব দফতর ও জাতীয় দুযর্োগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বৃহসপতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুটো পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়েছে৷ আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান রাজস্ব দফতরের প্রধানসচিব বরুণকুমার সাহু৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_0693-1024x683.jpg)
তিনি বলেন, আজকের এই মহড়ায় ভূমিকম্পের সময় এবং তার পরবর্তীতে আহত ও বিভিন্ন স্থানে আটকে যাওয়া মানুষদের উদ্ধার ও ত্রাণকার্য বিষয়ে কৌশল প্রদর্শিত হয়েছে৷ সম্ভাব্য ভূমিকম্পে আহত মানুষদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে কৌশল প্রদর্শন করা হয়েছে৷ এছাড়া ভূমিকম্পের পরবর্তী সময় দুর্গতদের মধ্যে খাবার, পানীয় জল, বিদ্যৎ সরবরাহ, রাস্তা সংস্কার ইত্যাদি বিষয়গুলি জরুরি ভিত্তিতে কীভাবে ব্যবস্থা করা যায় সে বিষয়গুলি মহড়ায় তুলে ধরা হয়েছে, বলেন তিনি৷
ভূমিকম্প মোকাবিলার ওপর আয়োজিত আজকের এই মেগা মহড়ায় এনডিআরএফ, সিআইএসএফ, বিএসএফ, সেনা, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ, টিএসআর, ত্রিপুরা ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পূর্ত দফতর, রেডক্রস সোসাইটি এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন৷ প্রধানসচিব সাহু বলেন, ভূমিকম্প কখন হবে তা কেউ বলতে পারেন না৷ কিন্তু আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে৷ এর পরিপ্রেক্ষিতেই আজ প্রতিটি স্থানে ভূমিকম্পের মতো পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে এর মোকাবিলা করা যায় সেই বিষয়ে মেগা মহড়া সংগঠিত করা হয়েছে৷
তিনি জানান, আগরতলায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে গুর্খাবস্তির অরণ্যভবন, হিন্দি সুকল এবং উমাকান্ত অ্যাকাডেমিতে৷ স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে রাজ্যব্যাপী সংগঠিত এই মহড়ার পর্যবেক্ষণ করেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং৷ প্রতিটি জেলাতেই আজকের এই মহড়া সফলভাবে সংগঠিত করা হয়েছে বলে রাজস্ব দফতরের প্রধানসচিব বরুণকুমার সাহু জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও আলোচনা করেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রোগ্রাম অফিসার শরৎকুমার দাস৷
প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনের আগে প্রধানসচিব বিকে সাহু এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকের আটটি জেলায় সংগঠিত এই মেগা মহড়ার বিষয়ে পর্যালোচনা করেছেন৷