নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ কৈলাসহর মহকুমার ইরানী থানার অধীনে ইরানী গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের ষোল্ল বছরের এক নাবালিকা মেয়েকে অপরহরণ করে নিয়ে যায় সেলিম আলী নামে এক ব্যাক্তি৷ প্রায় চবিবশ ঘণ্টা পর ইরানী থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং অপহরণকারী সেলিম আলীকে গ্রেপ্তার করে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/15001500-5b429a6785f04b90b0ab3322dd799463-handcuffs-920c.jpg)
অপহরণের ঘটনা সম্পর্কে নাবালিকার বড় ভাই জানান যে, গত ছাবিবশ নভেম্বর সন্ধ্যার পর থেকে ছোট বোনকে বাড়িতে না পাওয়ায় রাতে ইরানী থানায় মিসিং ডায়েরী করা হয়েছিল৷ পরের দিন অর্থাৎ সাতাশ নভেম্বর রাত অনুমানিক আড়াইটার সময় গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে সেলিম আলীর এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে ৷ পুলিশ নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তোলে দেয় রাত সাড়ে তিনটার সময়৷ এরপর নাবালিকার বড় ভাই আটাশ নভেম্বর বেলা সাড়ে তিনটায় ইরানী থানায় সেমিল আলীর বিরুদ্ধে অপহরণ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন৷ সেলিম বর্তমানে ইরানী থানার গারদে রয়েছে৷
নাবালিকাকে এভাবে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ায় বড় ভাই অপহরণকারী বাইশ বছরের সেলিম আলীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন৷