নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ কৈলাসহর মহকুমার সাথে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি ঘোষণা করল কৈলাসহর উন্নয়ন মঞ্চ৷ সরকার রাস্তা সংস্কার না করলে কৈলাসহরবাসী ভিক্ষা গ্রহণ করে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণের কথা জানালো উন্নয়ন মঞ্চ৷ দীর্ঘদিন ধরে কৈলাসহর মহকুমার সাথে উত্তর জেলার ধর্মনগর ঊনকোটি জেলার কুমারঘাট এর যোগাযোগের প্রধান রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/04/Tripura.jpg)
বিগত বর্ষার মরশুমে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় উভয় রাস্তা কিন্তু সেই রাস্তা সংস্কারের সামান্যতম উদ্যোগ গ্রহণ করেনি সরকার৷ তাই বাধ্য হয়ে অভিনব কর্মসূচি হাতে নিল কৈলাসহর উন্নয়ন মঞ্চ সরকার রাস্তা সংস্কার না করলে জনগণের সহায়তায় কৈলাসহর ধর্মনগর ও কৈলাসহর কুমারঘাট রাস্তা সংস্কার করা হবে প্রয়োজনে প্রতিটি বাড়ি থেকে ইট ভিক্ষা করা হবে৷ এই অভিনব কর্মসূচি কথা জানালেন কৈলাসহর উন্নয়ন মঞ্চের নেতৃত্ব৷ এই দুটি প্রধান সড়ক খানাখন্দে ভরা যান চলাচলে সমস্যা হচ্ছে প্রতিদিন ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে দুটি রাস্তায়৷ পূর্বতন বাম সরকারের আমলে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়নি তেমনি বর্তমানে বিজেপি সরকার রাস্তাগুলি মেরামতের জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না৷
এক সাংবাদিক সম্মেলনে কৈলাসহর উন্নয়ন মঞ্চ কৈলাসহর ও কুমারঘাট রাস্তা মেরামত কর্মসূচি ঘোষণা দেয় মঞ্চের ভাস্কর অধিকারী সাংবাদিকদের জানান প্রধান দুটি রাস্তায় যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে মরণফাঁদ তৈরি হয়েছে প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা বিভিন্ন দপ্তর এর সাথে কথা বললো কোন কাজ হচ্ছে না মঙ্গলবার থেকে বিভিন্ন বাজারে পথসভা করে জনগণের সমর্থন আদায় করবে মঞ্চ প্রশাসন হতে না লাগলে শহরে প্রতিটি বাড়ি থেকে ইট ভিক্ষা করা হবে৷
কেউ যদি ইট দিতে না পারে তাহলে এক মুষ্টি মাটি ও গ্রহণ করা হবে৷ এই নির্মাণ সামগ্রী সংগ্রহের জন্য প্রতিটি এলাকায় গাড়ি পাঠানো হবে পরে এই সামগ্রী নিয়ে মঞ্চের তরফে কৈলাসহর ধর্মনগর রাস্তা মেরামতে হাত লাগানো হবে এই কর্মসূচির জন্য সবার সমর্থন চাইছে মঞ্চ তিনি আরো বলেন এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকৃষ্ট করতে চাইছে মঞ্চ সরকারের উদাসীনতার আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে মঞ্চ৷ পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ও কথা দিয়েছিলেন যে ভগবান নগর জেলা হাসপাতাল স্থানান্তরিত হলেও কৈলাসহর মহকুমা হাসপাতালে এ জাতীয় মানের সমস্ত সুযোগ-সুবিধা থাকবে মহকুমা হাসপাতালে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী৷
কিন্তু আজ মহকুমা হাসপাতাল মূলত পঙ্গু হয়ে রয়েছে৷ পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতালে সিটিস্ক্যান ও ডায়ালিসিস চালু থাকলেও আজ পর্যন্ত ঊনকোটি জেলা হাসপাতালের ২টি বিভাগ চালু করার কোন উদ্যোগ নেই প্রশাসনের৷ জেলার মানুষের কথা ভেবে এই দুটি বিষয়ে আন্দোলন জারি রাখবে মঞ্চ৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী চিরঞ্জীব ভট্টাচার্য, মলয়েন্দু ঘোষ রায়, মোহিত ধর ও অসমী পাল৷