![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/05/Devendra-Fadnavis.jpg)
মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.) : রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে গিয়ে ইস্তফা পত্র জমা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ। এর আগে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন দেবেন্দ্র। সেই মতো মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ২৪ ঘন্টার মধ্যে আস্থাভোটের নির্দেশ দেয়। এরপরই ইস্তফা দেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট করে লড়েছিল। রাজ্যবাসী এই জোটের পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু ফল প্রকাশের পরই আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়ার দাবি তোলে। কিন্তু নির্বাচনের আগে এমন কোনও দাবিই তোলেনি তারা। নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বারেবারে বিজেপির থেকেই যে মুখ্যমন্ত্রী হবে সেই কথা স্পষ্ট করে দিয়েছিলেন। সেই সময় শিবসেনা কোনও প্রকার বিরোধিতা করেনি। কিন্তু নির্বাচনের পরই এমন দাবি করতে থাকে তারা। বিজেপির তরফে শিবসেনার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও কথা বলেনি। উল্টে শিবসেনার নেতারা এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে। তাদের সঙ্গে মিলেই সরকার গড়ার চেষ্টা করে।
সব থেকে বৃহত্তম দল হওয়ার জন্যই বিজেপিকে যে রাজ্যপাল ডেকেছিলেন, তা মনে করিয়ে দিয়ে দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, সেই সময় পর্যাপ্ত সংখ্যা না থাকার জন্য বিজেপি পিছিয়ে আসে। পরে এনসিপি এবং কংগ্রেসকে সরকার গড়ার জন্য ডেকেছিলেন রাজ্যপাল। অন্যদিকে এনসিপির পরিষদীয় নেতা অজিত পাওয়ারের সমর্থন থাকায় ফের সরকার গড়ে বিজেপি। কিন্তু অজিত পাওয়ারের পদত্যাগের ফলেই তাঁর নিজের পদত্যাগ বলে জানান তিনি।