অপরাধ দমনে পুলিশ ফের হাটল প্রয়াসের পথেই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ নভেম্বর৷৷ উত্তরের কদমতলা টাউনহলে কদমতলা থানার পুলিশের উদ্যোগে তথা কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের প্রচেষ্টায় এক প্রয়াস বৈঠকের আয়োজন করা হয়৷


আজকের প্রয়াস বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা৷ তাছাড়া উপস্থিত ছিলেন নর্দান ডিআইজি এল ডার্লং, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার, ভারপ্রাপ্ত এসডিএম মানিক চক্রবর্তী, এইডস কন্েন্টালের প্রজেক্ট ডিরেক্টর দিপক সোম, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব প্রমূখ৷


পুলিশের মহানির্দেশক কদমতলায় আসা দেখে টাউনহলে ভিড় জমায় উৎসুক জনতা৷ সরাসরি কদমতলা থানা এলাকার সাধারন জনগণ পুলিশের মহা নির্দেশকের সাথে কথা বলেন৷ এই প্রয়াস বৈঠকে মহিলা গঠিত অপরাধ, নেশা মুক্ত সমাজ, সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘ আলোচনা হয়৷ পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের জানান বিগত দেড় বছরে বিরাট সাফল্য রাজ্য পুলিশ কুড়িয়েছে৷ বড়ো বড়ো নেশা মাফিয়াদের জালে তোলার পাশাপাশি লাগাতর অভিযানে বিশাল পরিমাণে নেশা সামগ্রি ধরা পড়েছে৷

তাছাড়া প্রতিটি থানা এলাকায় ২০ জন করে টিএসআর দেওয়া হয়েছে যাতে দ্রুত অপরাধ দমন করা যায় বলে জানালেন পুলিশের মহানির্দেশক৷ অনুষ্ঠান শেষে গরীব দুস্থ ছাত্রীদের সুকলের ব্যাগ,বই,খাতা ও কলম প্রদান করা হয় কদমতলা পুলিশের তরফ থেকে৷ উপস্থিত অতিথিরা দোস্ত কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের হাতে এগুলি তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *