নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ পোস্ট অফিস চৌমুহনীর রাজপথে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ ইস্যুতে উত্তপ্ত রাজধানী আগরতলা শহরের রাজনীতি৷ শনিবার সন্ধ্যায় কংগ্রেসের তরফ থেকে থানায় বিজেপি যুব মোর্চার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়৷ সেই মোতাবেক পুলিশ মামলা নিয়েছিল৷ পরবর্তী সময়ে কংগ্রেস কংগ্রেস দাবি জানায় যদি যুব মোর্চার নেতাদের চবিবশ ঘন্টার ভিতর গ্রেপ্তার না করা হয় তাহলে কংগ্রেস বিজেপি পার্টি অফিস ঘেরাও করবে৷ এবং ধর্ণা আন্দোলন সংগঠিত করবে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_9815-1024x681.jpg)
কংগ্রেসের হুমকির পরিপ্রেক্ষিতে রবিবার পুলিশ পোস্টফিস চৌমুহনীতে রণসাজে সজ্জিত হয়ে যায়৷ কংগ্রেসের তরফ থেকে শহরে মিছিল করার অনুমতি চায় পুলিশের কাছে৷ পুলিশ অনুমতি দেয়নি৷ বরং রণসাজে সজ্জিত হয়ে যায়৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে এদিন সন্ধ্যায় পোস্টফিস চৌমুহনীতে জলকামান সহ ব্যাপক সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়৷
এদিকে, পুলিশের অনুমতি না পেয়ে রবিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে দলের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলেন, কংগ্রেসের আন্দোলনের হুমকিতে পুলিশ ভয় পেয়ে গেছে৷ তাই দলের বিক্ষোভ কর্মসূচীর অনুমতি দেয়নি৷ গতকাল বিজেপির যুব মোর্চা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানসিকতা নিয়ে কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করে৷ এটা শহরে ন্যাক্কারজনক ঘটনা৷ কংগ্রেস কোনভাবেই সেটা মেনে নিতে পারছে না৷ তাই বিজেপির ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষোভ আন্দোলন কর্মসূচীর আয়োজন করা হয়েছিল৷ আর সেটার অনুমতি দেয়নি পুলিশ৷ তবে কংগ্রেস এই বিষয়ে আন্দোলন জারি রাখবে৷ এদিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পিযুষ বিশ্বাস, সুবল ভৌমিক প্রমুখ৷