বাদল চৌধুরীকে জেলে হেনস্থার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ পূর্ত ঘোটালা মামলায় প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে জেলের ভিতর শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তদন্তকারী পুলিশ অফিসার অজয় দাসের বিরুদ্ধে৷ যদিও অজয় দাস জানিয়েছেন, জেলের ভিতরে বাদল চৌধুরীকে জেরা করার সময় সমস্ত ধরনের আইন মেনেই করা হয়েছে৷ শুধু তাই নয়, সিসিটিভিতে সমস্ত বিষয়টি রেকর্ডিং করা হয়েছে৷ তাছাড়া, জেলারের উপস্থিতিতেই বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷


এদিকে, বাদল চৌধুরীর আইনজীবী রঘুনাথ মুখার্জী জানিয়েছেন, বাদল চৌধুরী শ্রীমুখার্জীকে বলেছেন, তদন্তকারী পুলিশ অফিসার অজয় দাস নাকি সন্ধ্যা সাড়ে পাঁচটায় জেলে প্রবেশ করেন৷ তারপর বাদল চৌধুরীকে আলাদা একটি সেলে নিয়ে যায়৷ তারপর সেখানে বাদল চৌধুরীকে পৌণে সাতটা পর্যন্ত জেরা করেছেন৷ সেই সময় বাদল চৌধুরীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার বেরিয়ে আসার পরপরই বাদল চৌধুরী অসুস্থ হয়ে পড়েন৷

তারপর তাঁকে জেলের হাসপাতালে নেয় হয়৷ সেখান থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে বাদল চৌধুরী জি বি হাসপাতালের আইসিইউতে আছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *