স্ট্রিট লাইটের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ ধৃত পঞ্চায়েত সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ স্ট্রিট লাইটের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগে এক পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করেছে পুলিশ৷


উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কালাছড়া ব্লকের অধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল হাফিজকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁর বিরুদ্ধে ৪ লক্ষ ৮ হাজার ১৬ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে৷ ব্লকের বিডিও তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন৷ এই মামলায় ধর্মনগর থানার পুলিশ আজ শনিবার তাঁকে গ্রেফতার করেছে৷


কালাছড়া ব্লকের বিডিও জানিয়েছেন, ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্ট্রিট লাইট বসানোর অর্থ মঞ্জুর হয়েছিল৷ মঞ্জুরকৃত ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ বিডিও জানান, ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল হাফিজ স্ট্রিট লাইট বসানোর টাকা আত্মসাত করেছেন৷ তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ তিনি জানান, গত ২২ অক্টোবর ধর্মনগর থানায় ওই জালিয়াতি সম্পর্কে অভিযোগ দাখিল করা হয়েছিল৷ আজ তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তার বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে৷


প্রসঙ্গত, বাম আমলে পঞ্চায়েতগুলি দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছিল৷ সরকার পরিবর্তন হলেও পঞ্চায়েতগুলিতে পরিস্থিতি একই রয়ে গেছে৷ ফলে রাজ্য সরকারকে পঞ্চায়েতগুলির দিকে আরও গভীরভাবে মনোযোগ দিতে হবে বলে দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *