চাঁদে আগামীদিনে ফের নরম অবতরণ করার চেষ্টা করবে ইসরো : শিভন

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : চন্দ্রযান-২ ব্যর্থ হলেও হাল ছাড়তে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিভন। চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং বা নরম অবতরণ করার জন্য আগামীদিনেও সর্বস্ত দিয়ে চেষ্টা চালাবে ইসরো বলে জানিয়েছেন তিনি।

শনিবার দিল্লি আইআইটির ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কে শিভন জানিয়েছেন, ভবিষ্যতে চাঁদের মাটি সফল ভাবে নরম অবতরণ করার জন্য নিজেদের সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান, প্রযুক্তির উৎকর্ষতা উজাড় করে দেবে ইসরো। ফলে চন্দ্রযান-২ সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে না। আগামী দিনে ইসরো মহাকাশ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, আদিত্য এল-১, মহাকাশে মানুষ পাঠানো পাশাপাশি পৃথিবীর কক্ষপথে বিপুল সংখ্যাক স্যাটেলাইটও পাঠানো হবে।

আইআইটি বম্বের প্রাক্তন ছাত্র কে শিভন জানিয়েছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আইআইটি হচ্ছে ভারতের প্রযুক্তির শিক্ষার পবিত্র পীঠস্থান। সেই ধারাকে আগামী প্রজন্মও বজায় রাখবে। এদিন ইঞ্জিনিয়ারিংয়ে ১২১৭ জন স্নাতকোত্তর এবং ৮২৫ স্নাতক পড়ুয়াকে মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। উল্লেখ্য আইআইটি দিল্লির সাহায্যে স্পেস সাপোর্টিং খোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *