আগামী ৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে মহারাষ্টে রাষ্ট্রপতি শাসন, মন্তব্য বিদায়ী অর্থমন্ত্রীর

মুম্বই, ১ নভেম্বর (হি.স.) : ‘ আগামী ৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন করতে হবে। না হলে মহারাষ্টে রাষ্ট্রপতি শাসন জারি হবে।’ শুক্রবার এমন মন্তব্যই করলেন মহারাষ্ট্রের বিদায়ী অর্থমন্ত্রী ও বিজেপি নেতা সুধীর সচিদানন্দ মুনগন্তীওয়ার। গত ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়েছিল। গত ২৩ অক্টোবর ফলাফলও প্রকাশ হয়। এরপর আটদিন কেটে গিয়েছে। হরিয়ানায় নির্বাচনের আগে জোট না হলেও ফলাফলের পরে জেজেপির সঙ্গে জোট করে সরকার গড়েছে বিজেপি। কিন্তু, মহারাষ্ট্রে নির্বাচনের আগে জোট করেও ফলাফলের পর শিবসেনার সঙ্গে বিতর্ক শুরু হয়েছে বিজেপির।

শিবসেনার আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই গন্ডগোল চলছে। দুই জোট শরিকের টানাপোড়েনের ফলে কংগ্রেস ও এনসিপি পালে হাওয়া পেয়েছে। ফলে রীতিমতো জমে উঠেছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় শিবসেনা ও বিজেপি নেতৃত্ব বাগযুদ্ধে জড়িয়ে পড়ায় তা আরও জটিল হয়েছে। আর এই পরিস্থিতিতে শুক্রবার আগামী ৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলে মন্তব্য করলেন মহারাষ্ট্র বিজেপির প্রভাবশালী নেতা সুধীর মুনগন্তীওয়ার।

শুক্রবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ কোনও একটি দলকে জয়ী করেনি। বিজেপি, শিবসেনা ও অন্য দলগুলির জোটকে বেছে নিয়েছে। আর আমাদের জোটও ফেভিকল বা অম্বুজা সিমেন্টের মতো মজুবত রয়েছে। দেওয়ালির ব্যস্ততার জন্য বিজেপি ও শিবসেনার মধ্যে এখনও এই বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হয়নি। আশা করি এক-দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন না হয়। তাহলে রাষ্ট্রপতি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আসলে শিব সেনা আড়াই বছরের মুখ্যমন্ত্রী প্রস্তাবে অনড় থাকার জন্য যত সমস্যা হচ্ছে।’

শিবসেনা আর বিজেপির এই টানাপোড়েন দেখে প্রথম কয়েকদিন কংগ্রেস ও এনসিপি সরকার গঠনের চেষ্টা করছিল। কিন্তু, শুক্রবার তারা সেই দৌড়ে নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন এনসিপির প্রভাবশালী নেতা ও শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। কংগ্রেস ও এনসিপি বিরোধী আসনে বসবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *