কোহিমা (নাগাল্যান্ড), ২০ অক্টোবর (হি.স.) : আসাম রাইফেলস-এর ওপর ফের যৌথ হামলা করেছে আলফা (স্বাধীন) এবং এনএসসিএন (খাপলাং)। প্রাপ্ত খবরে প্রকাশ, রবিবার ভোরে নাগাল্যান্ডের মন জেলায় এ ঘটনা সংঘটিত হয়েছে। হামলায় এক জওয়ান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এক সূত্রের খবর, আজ ভোরের দিকে ভারত-মায়ানমার সীমান্তবর্তী শেনলৌশ বস্তিতে প্রায় ৫০ জনের উগ্রপন্থী দলের মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়। গুলিতে জনৈক জওয়ান সামান্য জখম হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি। তবে এর সত্যতা সরকারিভাবে স্বীকার করা হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের বহু খালি কার্তুজ।
এনএসসিএন (কে)-এর স্বঘোষিত কমান্ডার লেফটেন্যান্ট ন্যামলাং এবং আলফা (স্বাধীন)-র কমান্ডার নয়ন অসমের নেতৃত্বে এই অ্যামবুশ সংগঠিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে অ্যামবুশের দায় স্বীকার করেছে আলফা স্বাধীন-এর প্রধান সেনাধ্যক্ষ পরেশ বরুয়া।