ময়নাগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি. স.) : এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এক যুবক । এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ময়নাগুড়ি থানার বড়কামাত এলাকায় একটা রেল ক্রসিং-এর গেটে গলায় গামছা জড়িয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় ওই এলাকারই বাসিন্দা অন্নদা রায়কে। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্নদার দাদা দক্ষদা রায় অভিযোগ করেছেন, অসমে এনআরসি হওয়ার পর থেকেই তাঁর ভাইয়ের মনে আতঙ্ক গ্রাস করেছিল। তিনি ভাবতেন পৈত্রিক জমির কাগজ না থাকায় এনআরসি হলে ভিটেমাটি সব চলে যাবে। এই আতঙ্কেই আত্মহত্যা করেছেন অন্নদা, এমনটাই দাবি তাঁর দাদার। এই মর্মে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের কাছ থেকে কিংবা বাড়ির কোথাও থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সত্যিই এনআরসি নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে তদন্ত করছেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুবই শান্ত স্বভাবের ছিলেন অন্নদা। কোনও রকম নেশা করতেন না। খারাপ ব্যবহার ছিল না। তবে বেশ কিছুদিন ধরে একটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বছর তিনেক আগেও একবার অন্নদা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

