রায়পুর, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ফের মাওবাদী সন্ত্রাস ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায়। পুলিশের চর সন্দেহে এক শ্রমিককে গলা কেটে খুন করার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। এব্যাপারে শুক্রবার পুলিশ জানিয়েছে, কিরানদুল থানা এলাকার পারপা গ্রামের কাছে বুধরাম তাতী নামে স্থানীয় গ্রামের বাসিন্দা ওই শ্রমিকের দেহ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মাওবাদী লিফলেটে উল্লেখ করা হয়েছে, “যে বা যারাই অর্থের জন্য পুলিশকে তথ্য সরবরাহের কাজ করবে তাদের ক্ষেত্রেই ‘জন আদালতে (নক্সালস ক্যাঙ্গারু কোর্ট)’ একই পরিণতি হবে।”
পুলিশের সঙ্গে নিহত বুধরাম তাতীর যোগসূত্র অস্বীকার করে ওই শীর্ষ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত কিরানদুল অঞ্চলের টিকানপাল গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনায় অভিযুক্তদের সন্ধানে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।