এইমস হাসপাতালে অস্থায়ী আদালতে হবে নিগৃহীতার বয়ান রেকর্ড : পেশ করা হল উন্নাও কান্ডের মূল অভিযুক্তকে

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি. স.) : উন্নাও মামলার শুনানির জন্য আদালতের নির্দেশে নয়াদিল্লির এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে গঠিত অস্থায়ী আদালতে বুধবার পেশ করা হল মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গারকে। সেখানেই নিগৃহীতার বয়ান রেকর্ড করা হবে।

গত ৭ সেপ্টেম্বর এইমসের জয়প্রাকশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে অস্থায়ী আদালত গড়ে তোলার নির্দেশ দেন জেলা জাজ ধর্মেশ শর্মা। আদালতের নির্দেশে বলা হয়, এইমস-এ অস্থায়ী আদালত গঠন করে ২০১৭ সালের  উন্নাও ধর্ষণ মামলার শুনানির কিছু অংশ ক্যামেরার সামনে রেকর্ড করা হবে এবং সেখানেই নিগৃহীতার বয়ান রেকর্ড করা হবে। শুনানি ক্যামরাবন্দি হলেও তা জনসমক্ষে বা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা যাবে না। ২৮ জুলাই রায়বরেলি যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে উন্নাওয়ের নিগৃহীতার গাড়ি। সেখানে চিকিত্‍‌সা চলার পর সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে লখনউ থেকে দিল্লির এইমসে নিয়ে আসা হয়। সেখানেই চিকিত্‍‌সারত রয়েছেন নিগৃহীতা।