পর্ষদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৪১৪৭ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত দ্বাদশ এবং মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে৷ তাতে, মোট ৪,১৪৭ জন পরীক্ষার্থী পাশ করেছেন৷ মোট পরীক্ষার্থী ছিলেন ৫,৬৫৪ জন৷ কিন্তু পরীক্ষা দিয়েছিলেন ৫,৪৯২ জন৷ পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা জানিয়েছেন, পূর্বঘোষিত সময়ের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে৷

গত ২৯ জুলাই দ্বাদশ এবং মাধ্যমিকে সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ পর্ষদ সভাপতি ভবতোষ সাহা আজ জানিয়েছেন, এ-বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল৷ তাই প্রতি জেলায় এবছর ২/৩টা করে পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল৷ তাঁর কথায়, এ-বছর ৮ জেলায় ১৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন৷ তিনি জানান, এবার উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫,১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ছিলেন৷ তাঁদের মাধ্যমিকে ১২৫ জন এবং দ্বাদশে ৩৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন৷ ফলে, মাধ্যমিকে ৫,০৫৬ জন এবং দ্বাদশে ৪৩৬ জন পরীক্ষা দিয়েছিলেন৷

ভবতোষবাবু জানিয়েছেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় মাধ্যমিকে ৩৭৬৯ জন এবং দ্বাদশে ৩৭৮ জন উত্তীর্ণ হয়েছেন৷ জানান, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তারা আগামী বছর পরীক্ষা দিতে পারবেন৷ এদিকে, বিষয়ভিত্তিক ফলাফলের হার এখনও পর্ষদ অফিসে খতিয়ে দেখা হয়নি বলে তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *