![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/SUICIDE-DEATH.jpg)
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ আগস্ট ৷৷ তেলিয়ামুড়া থানাধীন খোয়াই নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়৷ ঘটনা আজ বিকেল চারটে নাগাদ তেলিয়ামুড়া বাইঘরিয়া এলাকায়৷
ঘটনায় জানা যায়, আজ বিকেলে ওই এলাকায় জেলেরা খোয়াই নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে মাছের বদলে উঠে আসে এক ব্যক্তির মৃতদেহ৷ তা দেখতে পেয়েই খবর ছড়িয়ে পরে গোটা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে৷ প্রসঙ্গত, কিছু দিন পূর্বে তেলিয়ামুড়ার এক ব্যক্তি মানসিক ভারসাম্য হাড়িয়ে বন্যার সময় খোয়াই নদীর ব্রীজ থেকে পরে যায়৷ আত্মহত্যার উদ্দেশ্যে এমন চেষ্টা করেও ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি৷ কারো কারো অভিমত, এই মৃতদেহটি কৃষ্ণ নামে ওই ভারসাম্যহীন ব্যক্তির৷