টিআরবিটি দ্বারা নির্বাচিত জিটি ও পিজিটি সুযোগ সুবিধা পাবেন পূর্বের চাকুরী থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ হাইকোর্টের নির্দেশ মোতাবেক সোমবার শিক্ষা দপ্তরের তরফে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে, টিআরবিটি দ্বারা নির্বাচিত নিযুক্তিপ্রাপ্ত গ্রেজুয়েট এবং পোস্ট গ্রেজুয়েট শিক্ষকদের দেওয়া হবে পূর্বের সার্ভিস/পে, সিনিয়রিটি, পেনশন ইত্যাদি সুযোগ সুবিধা৷

হাইকোর্টের রায় এবং নির্দেশ যেটি ২০১৪ সালের ৭মে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছে ২০১০ সালে নিযুক্ত গ্রেজুয়েট এবং পোস্ট গ্রেজুয়েট শিক্ষকদের চাকুরীর পলিসি পর্যালোচনা করে দেখার৷ হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছিল যে ব্যক্তি পূর্বেকার নিয়োগ প্রক্রিয়া নির্বাচিত হয়েছেন এবং পরবর্তী সময়ে তিনি পুণরায় অন্য কোন নিয়োগ প্রক্রিয়ায় একই পদে নির্বাচিত হন তাহলে তাঁর চাকুরীর ক্ষেত্রে সিনিয়রিটি, পেনশন সহ অন্যান্য সূযোগ সুবিধার হিসেব ধরতে হবে পূর্বেকার নিয়োগের ভিত্তিতেই৷

২০১০ সালে যারা গ্রেজুয়েট টিচার এবং পোস্ট গ্রেজুয়েট টিচার পদে ফিক্সড পে ভিত্তিতে নিয়োগপত্র পেয়েছিলেন তারা পরবর্তী সময়ে তারা চাকুরী থেকে রেজিগনেশন দিয়ে টিআরবিটির পরীক্ষায় বসে এবং পরবর্তী সময়ে তারা পুনরায় শিক্ষক পদে চাকুরী পান৷ এই নিয়ে রাজ্য সরকারের তরফে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছিল৷ সেই পিটিশনের ভিত্তিতেই হাইকোর্ট রায় দিয়েছে যে টিআরবিটি দ্বারা নির্বাচিত নিযুক্তিপ্রাপ্ত গ্রেজুয়েট এবং পোস্ট গ্রেজুয়েট শিক্ষকদের দেওয়া হবে পূর্বের সার্ভিস/পে, সিনিয়রিটি, পেনশন ইত্যাদি সুযোগ সুবিধা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *