নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি গ্রামে৷ তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াই বাড়ি এলাকার যুবক রাকেশ দাস পেশায় একজন দিনমজুর৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/SUICIDE-DEATH.jpg)
দিনমজুরের কাজ করে পরিবার প্রতিপালন করত৷ বাড়িতে স্ত্রী-কন্যা সহ আত্মীয় পরিজনদের অনুপস্থিতিতে রাকেশ দাস নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ ঘটনার পর খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য৷ এ ব্যাপারে মৃত যুবকের কাকা জানান, রাকেশ খানিকটা মানুষিকভাবে অসুস্থ ছিল৷ মানুষিক অবসাদ থেকেই সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷